কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন :
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে প্রভাবশালী এক ব্যক্তির দখলে থাকা সরকারি সাড়ে ৪ বিঘা খাসজমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। ৭ অক্টোরব সোমবার বিকালে উচ্ছেদ অভিযান চালিয়ে উপজেলার দেওনা আশ্রয়ন প্রকল্পের সাথে অবৈধ ভাবে দখলে থাকা ওই জমি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা’র নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে এই অভিযান চালনো হয়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামের আশ্রয়ন প্রকল্পের সন্নিকটে সরকারি সাড়ে ৪ বিঘা খাসজমি প্রভাবশালী আমেরিকা প্রবাসী মোঃ জাগরিব হোসেন অবৈধভাবে দখল করে ওই জমিতে স্থাপনা নির্মাণ করে ডেইরি ফার্ম, ছাগলের ফার্ম, পোল্ট্রি ফার্ম ও হাঁসের খামার গড়ে তুলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার অনেকেই জানান, প্রভাবশালী ওই ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন যাবত খাসজমি দখল করে খামার গড়ে তোলেছেন। সরকারিভাবে বার বার নোটিশ করা হলেও সে ওই জমি দখলমুক্ত করেনি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, দীর্ঘদিন যাবত অবৈধভাবে মোঃ জাগরিব হোসেনের দখলে থাকা সাড়ে ৪ বিঘা সরকারি খাসজমি ছেড়ে দেয়ার জন্য অনেকবার নোটিশ দেয়া হয়েছে। কিন্ত জাগরিব হোসেন এ জমি প্রভাব খাটিয়ে দখল করে ব্যবসা করছিল। ইতিপূর্বে অনেকবার দখলমুক্ত করার চেষ্টা করা হলে বাধার মূখে পড়তে হয়েছে। অবৈধভাবে দখলকৃত সরকারি এ জমি দখলমুক্ত করা হয়েছে।