শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা তখন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাহউদ্দিন আইউবী।
বিত্তশালী ব্যক্তিদের সহায়তায় সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলার সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ১১টি ইউনিয়নের ৫৫০ জন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এবারের বিতরণ কার্যক্রম ছিল অন্য সময়ের তুলনায় একটু ভিন্ন ধরনের। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কোন উপহার পৌঁছে দিতে সাধারণত তাদেরকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কিন্তু এবার বিতরণ কর্মসূচীর বিশেষত্ব ছিল কাউকেই খাদ্য সামগ্রীর প্যাকেট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়নি। বরং জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দিয়েছে।
শামসুল হুদা লিটন
কাপাসিয়া গাজীপুর
৩/১২/২৪