শামসুল হুদা লিটন:
মানুষ মানুষের জন্য। মানবতার সেবাই আল্লাহর এবাদত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এমন চিন্তা, চেতনা ও মনন নিয়ে বিরল এক রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।
১৮ এপ্রিল শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামের অসহায় আশরাফুল ইসলামের বাড়ি গিয়ে তাঁর বিরল রোগে আক্রান্ত শিশু সন্তানের জন্য প্রাথমিকভাবে তিনি নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং চিকিৎসার সহায়তার জন্য আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশুর পিতা আশরাফুল ইসলাম, জামায়াতে ইসলামীর বারিষাব ইউনিয়নের আমির ছিদ্দিকুর রহমান, সেক্রেটারি তারেক হাসান, ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা রাফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তিনি শিশুর পিতাকে শান্তনা দিয়ে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০