শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১৭ জুন মঙ্গলবার বিকালে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্'র ঘাগটিয়াস্থ গ্রামের বাড়ি আঙ্গিনায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সদস্যদের পরিচিতি, ফুল দিয়ে বরণ, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ্ ও তাঁর পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নবগঠিত কমিটির উপস্থিত সদস্যদের নিয়ে আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মাঝে সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, জেলা ও উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন, আজগর হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
দলীয় সভায় আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়া উপজেলা বিএনপি বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলো, আছে এবং আগামী দিনেও থাকবে। সামনের দিনগুলোতে সবাইকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় অর্জন করা হবে। দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া। তাই এখন থেকে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কাজে দলীয় নেতৃবৃন্দের জড়িত না হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। জনগণের কল্যাণে সবাইকে নিবেদিত হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০