ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন অনুষ্ঠিত সেমিনার পরিচালনা করেন।

প্রধান আলোচক হিসেবে প্রকল্পের সার্বিক ধারণা প্রদান করেন সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের সমাজসেবা অফিসার হারুনুর রশীদ।
প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন, কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ মোল্লা, বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলায়মান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা রবিদাস উন্নয়ন সমিতির সভাপতি নির্মল রবিদাস, সাধারণ সম্পাদক স্বপন রবিদাস প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসউদ উর রহমান।

ইতিপূর্বে প্রকল্পের মাধ্যমে উপজেলা ব্যাপী জরিপ কার্যক্রমে কামার ৪৮জন, কুমার ১২২জন, নাপিত ৩১৯জন, বাঁশ বেত শিল্পী ৫১জন, কাঁসা পিতল প্রস্তুতকারী ৬জন, জুতা প্রস্তুত ও মেরামতকারী ১২৮জন, লোকজ যন্ত্রপাতি ১১জন, নকশী কাঁথা শিল্পী ৩১জন, লোকশিল্পী ৫১জন পাওয়া গেছে।

কাপাসিয়া উপজেলার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর ৭৮৩জনের মধ্যে ৩০জন করে দুই ব্যাচে ৬০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। জেলার কালিয়াকৈরে ১৩১৯ জনের মধ্যে ৯০ জন, গাজীপুর ইউসিডি ৬১১ জনের মধ্যে ৬০ জন, শ্রীপুরে ৬৩৬ জনের মধ্যে ৬০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

প্রশিক্ষণ শেষে প্রতিজন প্রণোদনা হিসাবে ১৮ হাজার টাকা করে পাবেন। আগামী জুলাই মাসে প্রকল্প থেকে ব্যয় বরাদ্দ পাওয়ার পর বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে থেকে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে বলে সেমিনারে জানানো হয়।

7 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন

সাদিক কায়েমের প্রশংসায় প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের

শান্তিগঞ্জে মাইক্রোবাস শ্রমিক কমিটির নির্বাচন সম্পন্ন,সভাপতি শাহ আলম,সম্পাদক আবদাল

কোভিড-১৯ ও গণঅভ্যুত্থান দেখিয়েছে স্বাস্থ্যখাত কতটা অপ্রস্তুত: ডা. তাসনিম জারা

কোটি তরুণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকার তারুণ্যের সমাবেশ সফল করতে হবে-মিজান চৌধুরী

বিআইএম এ্যালুমনাই সোসাইটির ২০২৫-২৭ বর্ষের নির্বাচন সম্পন্ন

চকরিয়ায় সার্বক্ষণিক রোগীদের সেবা দিচ্ছেন সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল মান্নান

ছাত্রাবাসে ছাত্রদল নেতার নেতৃত্বে শিক্ষার্থী নির্যাতন: অজ্ঞান অবস্থায় উদ্ধার, চিকিৎসা

শান্তিগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীতকরণের দাবীতে রামুতে মানববন্ধন অনুষ্ঠিত। 

কবি এমদাদ হোসেন: শব্দের পরতে পরতে এক সত্তার উন্মোচন

ছাতকে পেশাগত সুরক্ষায় ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলমবিরতি