ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন,
কাপাসিয়া (গাজীপুর) থেকে:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সূর্য নারায়ণপুর এলাকায় একটি রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী এবং যথাযথ নিয়ম না মেনে কাজ করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।

৭ জুলাই সোমবার দুপুরে এলাকার শতাধিক মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানিয়েছে।

জানাযায়, উপজেলার সূর্য নারায়ণপুর এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে বক্তারটেক পর্যন্ত ২’শ ৮০ ফুট দৈর্ঘ্য ইটের সলিং রাস্তাটি ৮ ফুট প্রস্থের হওয়ার কথা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ২ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলন ধরা হয়েছে। এতে নিম্নমানের ইট ব্যবহার এবং বালি না দিয়েই কাজ শুরুর অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউপি সদস্য আল আমিন পালোয়ান বিগত আওয়ামীলীগের সময়ে এলাকার নিরিহ মানুষদের উপর মামলা-হামলা সহ নানাভাবে হয়রানি করেছে। সে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ইতিপূর্বে বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাত করেছে। গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন পালিয়ে বেড়ানো মেম্বার সম্প্রতি এলাকায় এসে রাস্তার কাজ না করেই অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছে।

জানতে চাইলে সে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে অন্য এলাকার চিহ্নিত প্রভাবশালীদের ছত্রছায়ায় যেনতেন ভাবে কাজটি করার পাঁয়তারা করছে। উল্টো এলাকাবাসীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে বেড়াচ্ছেন। তারা অভিযুক্ত ইউপি সদস্যকে বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এব্যাপারে এলাকার রানা শেখ নামে এক ব্যক্তি সোমবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মঈনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার কাজল, অভিযোগকারী মোঃ রানা শেখ প্রমুখ।

অভিযোগের ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে পাঠানো হয়েছে। ত্রুটি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, অভিযোগের ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

176 Views

আরও পড়ুন

গাইবান্ধা সাঘাটায় সিজু মৃত্যু ঘটনার তদন্তে এডিশনাল ডিআইজি

ছনহরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন রবিউল হোসেন আলভী

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত ব্যাবের হাতে গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা ও বুলেট উদ্ধার—প্রশ্ন শিক্ষার পরিবেশ নিয়ে

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে পেকুয়ায় বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কৃষিতে প্রযুক্তির বিপ্লব গবেষক শাহিনুরের এআই মডেল উদ্ভাবন

জামায়াত আমীরের সাথে কোরিয়ার এ্যাম্বেসডর মি.পার্ক ইয়ং সিক এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

তা’মীরুল মিল্লাত গেইট : এক বছর আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের স্মরণে

শান্তিগঞ্জে দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ধ্বংস হচ্ছে ছাত্র ও যুব সমাজ
ফুলছড়িতে ইন্টারনেট ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায় আড়ালে জমজমাট ইয়াবা ব্যবসা

চাঁদাবাজ আর দূর্ণীতিবাজদের ধরলে হবে না প্রশ্র‍য়দাতাদেরও বিচার করতে হবে ডা. তাসনিম জারা

মৌলভীবাজারে মণিপুরী মুসলিম শিক্ষার্থী তানভীর পেল আইজিপির সম্মাননা