ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া, গাজীপুর) থেকে:

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুইদিন পর বীর মুক্তিযোদ্ধা এম এ গনি শেখ এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বীর মুক্তিযোদ্ধা গনি শেখ (৬৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও খয়ড়াপাড়া গ্রামের মৃত কামাল উদ্দিন শেখের পুত্র।

 জানা যায়, উপজেলার খয়ড়াপাড়া গ্রামের বাড়ীর পাশে রোববার শেষ বিকালে ধানক্ষেত সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে গণি শেখের মরদেহটি উদ্ধার করা হয়। এব্যাপারে নিহতের ছেলে মোঃ সিহাব সার্জেন্ট বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত অভিযোগে মৃতের রক্ষণাবেক্ষণকারী নাজমুল করিম ওরফে লোকমান (৫৫) ও রতন মিয়া (৪৩) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। তাদের উভয়ের বাড়ি একই গ্রামে। এছাড়া ওয়ারিশ দাবীদার নিকট আত্নীয় মনোয়ারা (৪০)সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। ওয়ারিশ দাবীদারদের মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে ঝগড়া ও সালিশ দরবার হয়েছে বলে জানা যায়। 

নিহতের ভাতিজা রতন শেখ জানান, নিহতের স্ত্রী সেলিনা আক্তার, ছেলে ও মেয়ে গাজীপুরের মির্জাপুর এলাকায় বসবাস করেন। তিনি একাই গ্রামের বাড়ীতে বসবাস করতেন। শুক্রবার সকাল থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তার মোবাইল ফোনে চেষ্টা করলে নিজ বসত ঘরে রিং হওয়ার শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর হতে ১৬ ফেব্রুয়ারি রোববার দুপুর দুইটার মধ্যে যে কোন সময় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে নিহতের রক্ষণাবেক্ষণকারী প্রতিবেশি লোকমান মিয়া তার নিজের জমি দেখতে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন  জানান, বীর মুক্তিযোদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযোগের ভিত্তিতে সোমবার মামলা (নং-১৪ ) দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুই রক্ষণাবেক্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে স্থানীয় জনৈক ইউপি সদস্য জানিয়েছেন, মুক্তিযোদ্ধা গণি শেখ দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি তার নিজের ফসলী জমি, সবজি বাগান দেখতে গিয়েছিলো। হয়তো বুকে ব্যথা উঠছিলো। মৃতদেহের ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে খয়ড়াপাড়ার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী , ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।

52 Views

আরও পড়ুন

আদমদীঘিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্ততিমুলক সভা

ইসলামপুরে কান্দারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত  

ইসলামপুরে মাটি পরীক্ষার মাধ্যমে স্যারের সঠিক মাত্রা নির্ধারণ ও সংযোগ স্থাপন বিষয় কর্মশালা 

কবি ফিরোজ খাঁনের কবিতা : রাজনীতিতে নেই নীতি

কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধা গনি শেখ হত্যার সাথে জড়িত সন্দেহে ২ জন গ্রেপ্তার

কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময় সভা

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা ইবতেদায়ি ও প্রি-হিফয শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে বিশ্ব জলাভূমি দিবস ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ছাত্রলীগ নেতা মাছুম গ্রেফতার

শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রামের সংঘর্ষ, আহত ৪০

শান্তিগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা