শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ
গাজীপুর কাপাসিয়ায় চাউল বিক্রিতে পাটের বস্তা ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত স্থানীয় কাপাসিয়া বাজারের দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কাপাসিয়া বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্সকে ৩০ হাজার এবং মেসার্স বণিক ব্রাদার্সকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালীন সময় তাদের দোকানে মজুদ কৃত চাউলের পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল মজুদ পাওয়া যায়।
পণ্যের মোড়কে পাটজাতের বাধ্যতামূলক ব্যবহার আইন না মানায় তাদের এই জরিমানা করা হয়েছে।