শামসুল হুদা লিটন,কাপাসিয়া(গাজীপুর ) থেকেঃ
কাপাসিয়া উপজেলার ১ নং সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল লাইব্রেরীর উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।
গত ৮ এপ্রিল বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি হিসেবে বড়বেড় তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করেন।
বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মেমোরিয়াল লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমাম উল্লাহ শেখ ইমু সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।