শামসুল হুদা লিটন কাপাসিয়া (গাজীপুর) থেকে:
কাপাসিয়া উপজেলা ও গাজীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় মোছলিমা আক্তার সুইটি সংবর্ধিত হয়েছেন। উপজেলা শিক্ষা অফিস আনুষ্ঠানিক ভাবে তাঁকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে ।
২০২৪ সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কাপাসিয়া উপজেলা ও গাজীপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হওয়ায় বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি নিজ উপজেলায় শিক্ষা অফিস কর্তৃক সংবর্ধিত হয়েছেন।
১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে হরিমন্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে আয়োজিত ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা: তামান্না তাসনীম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটির হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতৃবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছাড়াও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ ফুটবল টিম সহ বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
প্রকাশ, মোছলিমা আক্তার সুইটি বিগত ২০১৮,২০১৯, ২০২২ ও ২০২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং ২০২২ ও ২০২৪ সালে গাজীপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়ে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।