

স্টাফ রিপোর্টারঃ
করোনা মহামারীতে জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।সিলেট রেঞ্জের ডি আই জি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন। দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ করোনায় আক্রান্ত হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করেছেন। এ অবস্থার মধ্যেই ঝুঁকি নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। ডাক্তার বা অন্যান্যদের সেফটি থাকলেও পুলিশ ও সাংবাদিকদের তেমন কোনো সেফটি নেই। তিনি দক্ষতার সাথে নিরাপত্তা বজায় রেখে এই সময়ে কাজ করার জন্য পুলিশদের প্রতি আহবান জানান। বৃহস্পতিবার সকালে কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ছাতক থানার অফিসার ও ফোর্সদের এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছাতক শহরের কিবরিয়া কমপ্লেক্সে ছাতক থানার উদ্যোগে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এ এস পি সার্কেল (ছাতক) বিল্লাল হোসেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল। সভায় স্বাগত বক্তব্য দেন ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল। এসময় থানার সকল পুলিশ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।##
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০