নির্মল এস পলাশ কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সাথে কমলগঞ্জ পৌরসভার মেয়র কাউন্সিলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদসহ সকল কাউন্সিলরবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে জেলা প্রশাসক পৌরসভা যাবতীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, আনসার শোকরানা মান্না, গোলাম মুগ্নি মুহিত, ফখরুল ইসলাম তরফদার , দেওয়ান আব্দুর রহিম, মুসলিমা বেগম, শিউলী আক্তার শাপলা, মোছাঃ আয়েশা সিদ্দীকা, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইবুংহাল সিংহ ফুল দিয়ে স্বাগত জানান। ভূমি সংক্রান্ত যাবতীয় আলাপ আলোচনা শেষে অফিসের সম্মুখে একটি ফলদ (পেয়ারা) গাছ রোপান করেন। এর আগে জেলা প্রশাসক ইসলামপুর ইউনিয়নের কুরমা ও চম্পারায় চা বাগান পরিদর্শন করেছেন
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০