নির্মল এস পলাশ কমলগঞ্জ প্রতিনিধি ;
কমলগঞ্জে মণিপুরী যুব কল্যাণ সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।
(২৮ মার্চ) শুক্রবার মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে সন্ধ্যায় মণিপুরী যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে মেধা পরিক্ষার পুরস্কার বিতরণ সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শিবানন্দ সিংহ এর সভাপতিত্বে ও বিজয়া সিনহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বুলবুল সিংহ, সিনিয়র কনসালটেন্ট, SPFMS, অর্থ বিভাগ।
সম্মানিত অতিথি কাজল সিংহ, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল ২০, ঢাকা।
বিশেষ অতিথি প্রভাস চন্দ্র সিংহ, উপ-পরিচালক (অতি: দা:) মণিপুরী ললিতকলা একাডেমি,নিখিল কুমার সিংহ সহ সম্পাদক সভাপতি, মণিপুরী সমাজ কল্যাণ সমিতি, প্রভাস চন্দ্র সিংহ, উপ-পরিচালক (অতি: দা:) মণিপুরী ললিতকলা একাডেমি, কৃষ্ণ কুমার সিংহ, সভাপতি, মণিপুরী মাধ্যমিক শিক্ষক সমিতি ।
অনুষ্ঠানে নাটক ও নাট্যসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার ২০২৪ অর্জন করায় কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা’কে সম্মাননা প্রদান করা হয় ।
এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে শুভাশিস সিনহা বলেন, আমার এ অর্জন রাজধানী থেকে বাইরে যারা নাটক ও সাহিত্য চর্চা করেন তাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এছাড়াও বক্তব্য রাখেন মণিপুরী যুব কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি রনজিৎ সিংহ,
কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাণী বালা সিনহা,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ প্রমুখ ।
প্রবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় আগত সকল অতিথিদের উত্তোরিও পরিয়ে বরণ করণ করা হয় । আলোচনা সভা শেষে ২০২৪ সালে পঞ্চম শ্রেণির অনুষ্ঠিত মেধা পরিক্ষায উর্ত্তীর্ণদের পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয় ।