নির্মল এস পলাশ ,কমলগঞ্জ প্রতিনিধি :
নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি,’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৩ অক্টোবর) সকাল সাাড় ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগের প্রস্তুতি হিসেবে অগ্নিকান্ড ও নির্বাপক কার্যক্রমের একটি মহড়া প্রদর্শন করে কমলগঞ্জ ফায়ার সার্ভিস। শেষে, উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি)নাসরিন চৌধুরীসহ সরকারি কর্মকর্তা,ফায়ার সার্ভিসের সদস্যগন ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০