এম.সাফওয়ান আল আজিজঃ
কক্সবাজার শহর করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামাল দিতে কক্সবাজার শহরের " আলোকিত পেশকার পাড়া নবজাগরণ পরিষদের " বড় বাজারে আগত ক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা সচেতনতায় প্রচারণা অনুষ্ঠিত হয় ।
শনিবার সকালে পেশকার পাড়া থেকে শুরু করে মাছ বাজার,বড় বাজার,তরকারি বাজার,মুরগী বাজার,গোশত বাজারে বিতরণ করে প্রধান সড়কে এসে শেষ হয় ।
সকাল থেকে উক্ত কর্মসূচির মাধ্যমে পেশকার পাড়া ও বাজার এলাকায় আগত মানুষজনের মাঝে সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করে স্থানীয় সমাজসেবামূলক এই সংগঠন সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নাছির আহমেদ সাজিদ বলেন কক্সবাজার শহরের প্রধান ও গুরুত্বপূণ বাজার হলো বাজার ঘাটার এই বড় বাজার । এই বাজারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয় করতে এবং দেশের বিভিন্ন জেলা থেকে মালামাল নিয়ে প্রতিদিন শতশত ট্রাক গাড়ি এই বাজারে প্রতিদিন ঢোকছে । তাই বাজারে ও পথে পথে আমরা করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড করেছি। এছাড়া ৩০০ জন মানুষকে মাস্ক পরিয়ে দিয়েছি।”
মাস্ক বিতরণ ও কোভিড ১৯ সচেতনতায় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত পেশকার পাড়া নবজাগরণ পরিষদের সদস্য মো ফয়েজ,মাসুদ কাক্কা,রাফসান, ফাহিম, শাহ আলম, আবদুল্লাহ খান, ইশরাক,রাকিব, আরিফ, তাহিন, আবদুল্লাহ সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০