মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে গম আমদানি। ওপারে পাইব লাইনে এখনও সংখ্যক গম বোঝাই ট্রাক আটকাপড়ে আছে বলে জানিয়েছে দেশটির সিআ্যন্ডএফ এজেন্টরা। গতকাল বুধবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে ১১ টি গম বোঝাই ট্রাকে ৪২৯ মে:টন গম আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সিআ্যন্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন,মূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ মে ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।এতে বন্দর দিয়ে গম আসা বন্ধ হয়ে যায়। পরে আগের টেন্ডার হওয়া গম রফতানির সিদ্ধান্ত হওয়ায় গত রোববার (২৯ মে) ভারত থেকে ২ টি ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছে। এরপর আবারও আমদানি বন্ধ হয়ে যায়। কয়েক দফা বন্ধ ও চালুর মধ্য দিয়ে ফের শুরু হয়েছে আগের টেন্ডারের গম রফতানি।এখনও বেশ সংখ্যক গম বোঝাই ট্রাক আটকে পড়েছে ওপারে।দীর্ঘদিন ট্রাকে আটকা থাকায় পণ্যের মান নিয়েও দুশ্চিন্তায় রয়েছে আমদানিকারকরা।এদিকে আগে ডলারের দাম কম থাকলেও, দিন দিন তা বাড়তির দিকে থাকায় বিল ছাড়তে বাড়তি অর্থ গোনার দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা।
হিলি পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন,গতকাল বিকেলে ১১ ট্রাকে ৪২৯ টন গম আমদানি হয়েছে। গত ২৯ মে দুই ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত গম আমদানি হয়েছে ভারতীয় ৭টি ট্রাক।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০