সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
চট্টগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের প্রকৃত বিচার করতে সরকার বদ্ধপরিকর।বাংলাদেশ বার কাউন্সিল আলিফের পিতা-মাতার কাছে, ভাই-বোনদের কাছে এবং আপনাদের কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ যে, আলিফের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবই। আলিফের হত্যাকারী যেই হোক, যতই শক্তিশালী হোক, হত্যাকারীরা আইনের আওতার বাহিরে যেতে পারবে না। ইতিমধ্যেই শহীদ আলিফ হত্যাকাণ্ডের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা এলাকায় শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত ও পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উপরোক্ত কথাগুলো বলেন, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, এ্যাডভোকেট আলিফ দ্বিতীয় প্রজন্মের যুদ্ধেত্তোর বাংলাদেশ উপহার দিতে রাজপথে সহকর্মী ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিল মনে করে, বাংলাদেশের প্রতিটি আইনজীবী তাদের সহযোদ্ধা, তাদের ভাই, তাদের বোন, তাদের আত্মার আত্মীয়। আলিফ একইভাবে বাংলাদেশের ৭০ হাজার আইনজীবী পরিবারের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল সেই পরিবারের সদস্যকে হারিয়ে অত্যন্ত শোকাহত মর্মাহত। আলিফ যেমন তার পিতা-মাতার আদরের সন্তান, তেমনিই আলিফ আমাদের আইনজীবী পরিবারের গর্বিত সদস্য ছিলেন। আমরাও আলিফের পরিবারের পাশে আরেকটি পরিবার হিসেবে থাকবো।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বার অ্যাসোসিয়শনের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দীন খান, সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াত আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, ট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চালানো সংঘর্ষের সময় (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখে হত্যাকাণ্ডের শিকার হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ।