ঢাবি, প্রতিনিধি :
এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি অডিটোরিয়ামে জাদুঘরটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লেকচার বক্তৃতারও আয়োজন করা হয়।লেকচার বক্তৃতা করেন অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠান ও লেকচারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিথযশা আর্ট হিস্টরিয়ান ড. হাবিবা খাতুন। অনুষ্ঠানের শুরুতে সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সকলের উদ্দেশ্যে স্বগত বক্তব্য পেশ করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রবন্ধ উপস্থাপনের পর প্রধান অতিথি ড. হাবিবা খাতুন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের একটি অগ্রণী গবেষণা প্রতিষ্ঠান। বিগত সাত দশক ধরে এই প্রতিষ্ঠানটি এশিয়ার মানুষ, তাদের জীবন ও কীর্তি-কর্ম, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও দর্শন বিষয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।"
সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাফিজা খাতুন।উক্ত অনুষ্ঠানে সোসাইটির সম্মানিত ফেলোবৃন্দ, কাউন্সিল সদস্যবৃন্দ, সোসাইটির সম্মানিত সদস্য, এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘরে নিদর্শন উপহার দাতাবৃন্দ সহ দেশবরেণ্য অধ্যাপক, লেখক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০