মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে সাতকানিয়া উপজেলা নির্বাচন। সবকটি কেন্দ্রে এবার ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের পক্ষে গ্রামে-গঞ্জে, হাটবাজার ও পাড়া-মহল্লায় ততই প্রচারণা বাড়ছে। রোদ, বৃষ্টির মধ্যেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
সকাল বিকাল ও রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সব প্রার্থীরা। যেন এক মুহূর্ত সময়ও নষ্ট করার সুযোগ নেই কোনো প্রার্থীরই।
(৯ অক্টোবর) বুধবার দুপুর ১২টায় হঠাৎ আকাশ মেঘচ্ছন্ন হয়েই শুরু হয় বৃষ্টি। লাগাতার পৌন এক ঘন্টা ভারি বৃষ্টি হয় সাতকানিয়ার অধিকাংশ স্থানে। ঘন্টাখানেক বৃষ্টিপাত বন্ধ থাকার পর আবারও উপজেলায় থেমে থেমে বৃষ্টি হলে পৌরসভা ও কেরানীহাট বাজারে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দেয়। এতে বিভিন্ন স্থানে সড়কগুলো হয়ে যায় কর্দমাক্ত। এসময়ও বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন প্রার্থীরা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ প্রতীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নাগরিক সেবা ও উন্নয়নের নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। বেশিরভাগ প্রার্থী গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠক করেছেন।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব (নৌকা), বিএনপির প্রার্থী হিসেবে সাতকানিয়া বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আবদুল গফফার চৌধুরী (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মোনায়েম মুন্না চৌধুরী (মোটরসাইকেল) নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান (তালা), সালাহ উদ্দিন হাসান চৌধুরী (বই) জসিম উদ্দিন (চশমা), বশির উদ্দিন আহমদ (ধানের শীষ), আছিফুর রহমান সিকদার (মাইক) মোহাম্মদ ওমর ফারুক (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন আনজুমান আরা (কলস) ও তারান্নুম আয়েশা (প্রজাপতি) প্রতীকে।
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণা সম্পর্কে জানতে চাইলে নির্বাচনের প্রধান সমন্বয়কারী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘দলীয় প্রার্থী এম এ মোতালেবকে বিজয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। প্রচারণার জোয়ার দেখে বলা যায়, সবকিছু ঠিক থাকলে বিপুল ভোটে নৌকা প্রতীকের বিজয় হবে সাতকানিয়ায়।’
প্রার্থী এম এ মোতালেব বলেন, ‘বুধবার গণসংযোগ ও পথসভা করেছি। বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হলেও প্রচারণা থেমে যায়নি, প্রচারণা অব্যাহত রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০