স্টাফ রিপোর্টারঃ
ট্রফির মোড়ক উন্মোচনের পর এবার রাত পোহালেই শুভ উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা হাইস্কুল এন্ড কলেজের মাঠে উদ্বোধনী ম্যাচে খেলবে দরগাপাশা ইউনিয়ন ফুটবল টিম বনাম শিমুলবাক ইউনিয়ন ফুটবল টিম। প্রশাসনের আয়োজনে তরুণদের হৃদয়ে তারুণ্যের জাগরণে একঝাঁক ফুটবল প্রেমীদের জাঁকজমক পূর্ণ পরিবেশে শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন কাপ ফুটবল টুনামেন্ট এর শুভ উদ্ভোধন হতে যাচ্ছে।
শুভ উদ্বোধন করবেন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজক শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এতে উপস্থিত থাকবেন উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। উদ্বোধনকে কেন্দ্র করে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উপজেলার সকল ইউনিয়নের ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে অধীর আগ্রহ বিরাজ করছে। আগ্রহটুকু উপজেলার প্রতিটি প্রান্তরে এমনভাবে বিরাজ করছে যা বিশ্বকাপ ম্যাচের চাইতেও কম নয়।
উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে কয়েকদিন যাবত প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিগণের মধ্যে ও জাগরণ সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পর্যায়ে জন প্রতিনিধিগণ নিজ নিজ ইউনিয়ন টিমের জার্সি উন্মোচন সহ নানা প্রস্তুতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সুশীল সমাজের লোকজনকেও উজ্জীবিত করছে।
তবে সমালোচনাটা ও একেবারে কম নয়। উপজেলার একমাত্র স্টেডিয়াম মাঠকে উপেক্ষা করে উপজেলার দুই প্রান্তে দুই মাঠে আয়োজক কমিটির টুনামেন্টের এমন আয়োজন দর্শকদের কিছুটা নিরুৎসাহিত করছে। সবার জন্য উন্মুক্ত উপজেলা স্টেডিয়াম মাঠকে আয়োজন থেকে বাহিরে রেখে অনেকটা হতাশা বিরাজ করছে।
উল্লেখ্য যে, উপজেলা ফুটবল টুনামেন্ট-২০২৫ আয়োজন উপলক্ষে গত ৬ আগস্ট বিকাল ৩ ঘটিকায় বর্ণিল আয়োজনে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে ট্রফির মোড়ক উন্মোচনের পর আগামীকাল শুক্রবার ফুটবল ম্যাচের শুভ উদ্ভোধন হবে।