উখিয়া প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা সাবেক আমীর ও সাবেক প্রাইমারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা জালিয়া পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০.৩০টায় অনুষ্টিত হয়।
মরহুমের জানাযায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন মরহুম মাওলানা মোহাম্মদ ইসহাক ছিলেন উখিয়া উপজেলার একাধারে প্রবীন শিক্ষক, সমাজসেবক ও বরেণ্য আলেমে দ্বীন এবং ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ দায়িত্বশীল ব্যাক্তি। তার পরিবারের সকল সন্তানরা আলেম ও সমাজে সুপ্রতিষ্টিত এবং তারা ও ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি বলেন মরহুম মাওলানা ইসহাক সাহেব একজন উন্নত আমল সম্পন্ন আলেম ও সৎ ঈমানদার মানুষ, তিনি ২০০১ সালে আমার নির্বাচনে উদ্ধৃত্ত টাকা ফেরত দিয়ে সততার প্রমান দিয়েছেন।।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি হাবিব উল্লাহ, জেলা সেক্রেটারী জাহেদুল ইসলাম,জেলা শ্রমিক কল্যানের সভাপতি শামসুল আলম বাহাদুর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সোলতান আহমদ,রাজা পালং এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক,উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার কামাল উদ্দিন ও মরহুমের সন্তান উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি রিদওয়ানুল হক জিশান প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম সহ সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
মরহুমের জানাযা পড়ান তাঁর বড় ছেলে মাওলানা আক্তার হোছাইন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০