ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ

Link Copied!

উখিয়া প্রতিনিধি :

পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য নিয়ে উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১ নভেম্বর) বিকাল ৩টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ খাইরুল আলম।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি বলেন, মেসেজ একটাই, আমরা সবাইকে নিয়ে চলতে চায়। সবার স্বার্থ যেন রক্ষা পায় সেদিক বিবেচনা করে কাজ করছি, কারোর প্রতি আমাদের ক্ষোভ নেই। “আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবো, দেশটাকে পূর্ণগঠন করবো, দেশের উন্নয়নে ভূমিকা রাখবো।”

তিনি মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রবণতা কমানোর লক্ষ্যে আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে সড়কের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করার আহ্বান জানান এবং সমুদ্র সৈকতে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হাইওয়ে পুলিশকে ও কমিউনিটি পুলিশিংয়ে ভূমিকা নিয়ে কথা বলেন।

এছাড়াও মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকার উপরও তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে মাদক একটি জাতিকে ধ্বংস করতে পারে। “আমরা সবাই মিলে মাদক থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সুলতান মাহমুদ চৌধুরী বলেন, বিগত ৫ তারিখের পট পরিবর্তনের পরে ছাত্র জনতার নেতৃত্বে শৃঙ্খলা রক্ষা করা হয়েছিল এবং উখিয়াকে শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী ও সরওয়ারসহ আমি কাজ করেছি।

উখিয়ায় যানযটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সড়কে ১৮ বছরের নিচে ছেলেদের গাড়ি চালানো বন্ধ করতে হবে। তাছাড়া জনবহুল স্টেশনগুলোতে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা করতে হবে। এছাড়া মেরিন ড্রাইভের রেজু ব্রীজের বিশাল যানযটে ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে বসে থাকতে হয়। যা লাঘবে সংশ্লিষ্টদের দৃষ্টি দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামু হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন, কক্সবাজার জেলা কোচ-বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সাইফুল সিকদার, উখিয়া উপজেলা ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলার সভাপতি রিদুয়ানুল হক জিশান, উখিয়া সী লাইন মালিক সমিতির পরিচালক মোহাম্মদ শাহ আলম, কোর্টবাজার সিএনজি সমিতির সভাপতি আরফাত হোসেন চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা।

এসময় বক্তারা সড়কে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানযটের কথা সহ রোহিঙ্গাদের সড়কে গাড়ি চালালে আইনগত ব্যবস্থা নেয়ার আহবান জানান।

এসময় উপস্থিত চালক ড্রাইভার ও মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

56 Views

আরও পড়ুন

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার