উখিয়া প্রতিনিধি :
“নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামায়াতকে সমর্থন দিন”
জেলা জামায়াতের আমীর ও কক্অসবাজার ৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ কে সাথে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। এদেশ সবার সকলের। ১৭ কোটি মানুষের অপার সম্ভাবনায় এদেশের ভবিষ্যত।
তিনি আগামী দিনে নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
৮ জুলাই উখিয়া উপজেলা হলদিয়া পালং ইউনিয়ন শাখা আয়োজিত কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর মাওলানা আবুল হোছাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল। উপস্থিত ছিলেন হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার ছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা অধ্যক্ষ রহমত উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সহ-সভাপতি শ্রমিক নেতা শাহ আলম, ইউনিয়ন ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম জবল। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।