নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু ঈগল প্রতীক পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দ ঘোষণা পাবার পর তারেক শামস খান হিমু গণমাধ্যমকে বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাই টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম মহোদয়'কে। খুব সুন্দর পরিবেশে আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি। আমি আামার নির্বাচনি এলাকা প্রিয় নাগরপুর-দেলদুয়ার বাসীর উৎসাহ উদ্দীপনায় স্বতন্ত্র প্রার্থী হয়ে আজ ঈগল মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছি।
আশাকরি আগামী (৭ জানুয়ারি) ২০২৪ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে সাধারণ জনগনের ভাগ্যে বদলের সুযোগ করে দিবে। এবং টাঙ্গাইল জেলা প্রশাসক ও এসপি মহোদয়ে'র কাছে আমার চাওয়া যেনো খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে সাধারণ জনগন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।
উল্লেখ্য; ২১ নভেম্বর তিনি নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন। নৌকা প্রতীক না পেয়ে ৩০ নভেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেন। পরবর্তীতে তার স্বতন্ত্র মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে ১৩ ডিসেম্বর তার স্বতন্ত্র মনোনয়ন ফিরে পান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০