ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়: মাওলানা দেলওয়ার হোসেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ মে ২০২৫, ১:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

মো. গোলাম মোস্তফা টুটুল, ঢাকা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা জেলা উত্তর-এর প্রধান উপদেষ্টা মাওলানা দেলওয়ার হোসেন বলেছেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়।”

বুধবার (১ মে ২০২৫) বিকেল সাড়ে ৩টায় সাভারের আশুলিয়ার পলাশবাড়ী ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মালিক-শ্রমিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বপূর্ণ। শ্রমিকের ঘামে মালিকের উন্নতি হয়—এ সত্যকে মানতে হবে। সরকার ও মালিকপক্ষকে শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা হলে আর শ্রমিকদের জীবন দিতে হবে না।” তিনি অতীতের আন্দোলনে শহিদ শ্রমিকদের কথা স্মরণ করে বলেন, “শ্রমিকদের রক্তের বিনিময়ে অনেকেই এমপি-মন্ত্রী হয়েছেন, কিন্তু শ্রমিকের ন্যায্য দাবি আজও উপেক্ষিত।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ হারুন-অর-রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা আল-আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা উত্তর জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ আফজাল হোসাইন বলেন, “আসন্ন ঈদের আগেই শ্রমিকদের ঈদ বোনাস ও বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সব পোশাক কারখানায় নারী শ্রমিকদের জন্য নামাজের ব্যবস্থা রাখতে হবে।”

ঢাকা জেলা জামায়াতের সহ-সভাপতি অধ্যক্ষ শাহাদাত হোসাইন বলেন, “শ্রমিকদের অবহেলা করা যাবে না। যারা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের শহিদ মর্যাদা দেন।” তিনি শ্রমিকদের সব ধরনের সুযোগ-সুবিধা বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন আশুলিয়া থানা শাখার প্রধান উপদেষ্টা বশির আহমেদ, সভাপতি হাফেজ ফয়জল ইসলাম, যিনি আশুলিয়ায় শ্রম আদালত প্রতিষ্ঠা ও আধুনিক হাসপাতাল গঠনের দাবি জানান। এছাড়া রানা প্লাজা দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে মাসিক ৩০ হাজার টাকা করে ভাতা প্রদানের দাবি তোলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা উত্তর সহ-সভাপতি ও শ্রমিকনেতা নুর আলম

সাভার থানা সভাপতি শাহজালাল,ধামরাই থানা সভাপতি মাকসুদুর রহমান,আশুলিয়া থানা সহ-সভাপতি মাইদুল ইসলাম প্রিন্স,শ্রমিকনেতা জাহাঙ্গীর আলম, আশুলিয়া থানা সেক্রেটারি রফিকুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন সভাপতি আজিজুল হক
পাথলিয়া ইউনিয়ন সভাপতি হাসান মাস্টার,ইনসেপ্টা ট্রেড ইউনিয়ন সভাপতি হাসিবুল হাসান।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র‍্যালি অনুষ্ঠিত হয়, যা স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাইপাইল মোড়ে গিয়ে শেষ হয়। হাজারো শ্রমিকের অংশগ্রহণে র‍্যালিটি শ্রমজীবী মানুষের ঐক্য, দাবি এবং অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে ওঠে।

33 Views

আরও পড়ুন

টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া ইজিবাইকে মিলল৫০হাজার ইয়াবা

কাপাসিয়ায় সিভিল সার্জনকে বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের ফরমায়েশি মানববন্ধন

১লা মে থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ,পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ

শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার

দেশীয় পোনামাছ নিধন বন্ধ করতে হবে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ করলো ছাত্রদল নেতা

আগে স্থানীয় সরকার নির্বাচন এরপর জাতীয় নির্বাচন
জরুরি সংস্কার শেষেই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে- মুহা: শাহজাহান

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: প্রতিরোধে জনসচেতনতা জরুরি

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

আঙ্গরে বাড়ি কাছে কোন স্কুল নাই ; আঙ্গরে স্কুল ফিরিয়ে দিন

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদক ও বিভাগীয় তদন্ত টিমের অভিযান

প্রয়াত মায়ের সঞ্চয়ের টাকায় প্রতিবেশিকে সাবমারসিলবল কিনে দিলেন আইউবী