মির্জা নাদিম :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি শ্রমিক নেতা মোঃ হোসেন আলী বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে সংগ্রাম করছে।
রাসূল(সা:)’র ঘোষিত শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই সর্বস্তরের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। ইসলামের শিক্ষা শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য প্রাপ্য পরিশোধ করে দেয়া। কিন্তু দেশে ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার কারণে শ্রমিকরা নানাভাবে নাজেহাল ও হয়রানি হচ্ছে। সারা মাস শ্রম দেওয়ার পরও বেতন ঠিক মতো পায়না। শ্রমিকদের সকল দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আজ ২৭ ডিসেম্বার শুক্রবার সকালে আল হেরা মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসন থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাসন থানা সভাপতি আরিফ রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শফিকুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সাবেক সভাপতি মো.আজহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি রহমত উল্লাহ্ শিপন,সাধারণ সম্পাদক ফার্দিন হাসান হাসিব,বাসন থানা জামায়াতের আমীর আকরাম হোসেন,যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা নূর আলম ভূঁইয়া ও শ্রমিক নেতা নাঈম মোল্লা।