এম ইউ বাহাদুর, কক্সবাজার
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা প্রধান উপদেষ্টা ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের প্রাসঙ্গিক সকল বিষয়ের পাশাপাশি শ্রম অধিকার নিয়ে কথা বলে।
তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে নির্যাতিত- বঞ্চিত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। মানব রচিত সকল থিওরি এখনো শ্রমজীবী মানুষের সত্যিকারের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। কস্মিনকালেও পারবে না। একমাত্র ইসলামী শ্রমনীতিই শ্রমিকের অধিকার নিশ্চিত করতে পারবে। তাই তিনি শ্রমজীবী মানুষ কে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গড়ার কাজে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
১৭ জানুয়ারি বিকেলে ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ঝিলংজা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রমিক নেতা রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর,রামু-ঈদগাহ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সহ-সভাপতি ও শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিন, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, ঝিলংজা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আবদুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, শফিকুল ইসলাম শফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাবেক ছাত্রনেতা রাশেদুল হককে সভাপতি ও শফিকুল ইসলাম শফিকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান।