রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মেনে চলার অভিযোগে জামালপুরের ইসলামপুর পথচারী, মাংস ও মুদী দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর বাজারের মুদির দোকান,মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা এবং রাস্তায় চলাচল করা গণপরিবহন এবং মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই জরিমানা করা হয়। দন্ডিতদের কাছ থেকে ৬হাজার ৯শত টাকা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথ চলাচল করলে আমরা কোনও ছাড় দিব না।