রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে লক্ষীপুর হাজি ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমানের বিরুদ্ধে অর্থ ও নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
রবিবার (১৮আগস্ট) সকালে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক স্থানীয় এলাকাবাসী সহ ওই শিক্ষকের অপসারনের দাবিতে সমাবেশ করে। লক্ষীপুর হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা শিক্ষা অফিসার (ডিইও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান সাঈদ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ভর্তি,সেশন চার্জ, রেজিষ্ট্রেশন ফি,উপবৃত্তির টাকা,টিউশন ফি,জেএসসি ও এসএসসির প্রশংসা পত্র-মূল সনদ আদায় ফি,এসএসসি পরীক্ষার ফরম পূরণ ফি,বিভিন্ন পরীক্ষার ফি,প্রতিষ্ঠানের জেনারেল ও রিজার্ভ ফান্ডের মোটা অংকের অর্থ দীর্ঘদিন ধরে হাতিয়ে নেন প্রধান শিক্ষক আলতাফুর রহমান।
সহকারী শিক্ষক আনোয়ার হোসেন,মাহবুবুর রহমান ও নৈশ্য প্রহরী হযরত আলী বলেন,আমরা গত চার মাস থেকে নিয়মিতভাবে ক্লাস করে আসছি। আলতাফ স্যার আমাদের বেতন আটকিয়ে রেখেছেন। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার জানান,প্রধান শিক্ষক আলতাফ হোসেনের বিরুদ্ধে শুধু আর্থিক কেলেঙ্কারি নয়,নারী কেলেঙ্কারির ঘটনাও রয়েছে। আমরা তার অপসারণ চাই।
এছাড়া প্রধান শিক্ষক এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে অগ্রীম টাকা নিলেও তাকে চাকরি দেয়নি। এ ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। মামলার তদন্তে গোপনে নিয়োগ বাণিজ্যের বিষয়টি বেরিয়ে এসেছে। আর গোপনে নিয়োগ দেয়া চতুর্থ শ্রণির কর্মচারীরা প্রতিষ্ঠানে উপস্থিত না হয়েও মাসের পর মাস বেতন ভাতা উত্তোলন করছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আলতাফুর রহমানের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রধান শিক্ষকের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০