রোকনুজ্জামান সবুজ, জামালপুর:
জামালপুরের নবাগত জেলা প্রশাসকের ইসলামপুর উপজেলায় সকল বীরমুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল দুপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ইসলামপুরে পৌঁছে তিনি উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনমিয় সভায় যোগদেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামান আব্দুল নাসের বাবুল। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সুরাইয়া আক্তার লাকি, উপেজলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সরকারী ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, জামান আব্দুন নাসের চৌধুরী চার্লেস, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ সালাম, কাজী আমিনুর ইসলাম ও সরোয়ার হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসককে ক্রেস্ট ও বিভিন্ন দফতরের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এলাকার বিভিন্ন সমস্যার কথা তোলে ধরেন।