ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ইসলামপুরে জোরামূলে পৈতিক ভূমি থেকে উচ্ছেদের অভিযোগ: প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত- ৮

প্রতিবেদক
admin
১২ নভেম্বর ২০১৯, ৩:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় এক নিরীহ কৃষক পরিবারকের পৈতিক ভূমি থেকে জোরামূলে উচ্ছেদের অভিযোগ উঠেছে। এক পর্যায়ে জমি সক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছে।
জানা যায়, উপজেলার পার্থশী ইউনিয়নের মোজাআটা উত্তরপাড়া গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে রেজাউল করিম গংদের সাথে পার্শ্ববর্তী নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ ফরিদ গংদের সাথে দীর্ঘ দিন থেকে জমি সক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গত ২২ অক্টোবর ভোরে রেজাউল করিম তার পৈতিক ভূমিতে বিভিন্ন জাতের বনজ ও ফলজ বৃক্ষ রোপন করতে গেলে প্রতিপক্ষ ফরিদ গংরা অতর্কিত ভাবে হামলা চালায়। এতে রেজাউল করিম (৪৫), তার স্ত্রী আরিফা বেগম (২৮) সহ বাটালুর ছেলে মাদারী (৬০), শহিদুলের স্ত্রী সুফিয়া বেগম গুরুতর আহত হয়। আহত রেজাউল করিম, আরিফা বেগম ও মাদারীকে দেওয়ানগঞ্জ উপজেলা হাসতালে ভর্তি করা হয়।
ভূক্তভোগি রেজাউল করিম জানান, উপজেলার মোজাআটা মৌজার ১৫০ নং সিএস খতিয়ানের ৮৫৪ নং দাগের ২১৫ নং আরওআর খতিয়ানের ৮৫৪ নং দাগের ৩৫ শতাংশের কাতে ৬.০৮৭ শতাংশ পৈতিক ভোগদখলীয় পৈতিক ভূমি জোরামূলে ফরিদ গংরা জবর দখলের পায়তারা করে আসছে।
এ ব্যাপারে পার্থশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবুল জানান, একাধিকবার বিষয়টি সমাধানের লক্ষ্যে দু’পক্ষকে নিয়ে বসলেও ফরিদ গংরা বৈঠকের সিদ্ধান্ত না মানায় শেষ পর্যন্ত সীমাংসা করা যায়নি।
জোরামূলে পৈতিক ভূমি থেকে উচ্ছেদের বিষয়ে মারধরের ঘটনার আইনি সহায়তা চেয়ে গত ৬ নভেম্বর রেজাউল করিমের পক্ষে তার বোন শেফালী বেগম বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ফজলুকে প্রধান আসামী দিয়ে ৮ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি মামলা করেছে।
ইসলামপুর থানার এসআই আবুল হোসাইন জানান, অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্ষণ করেছি। মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

রাজাকারের জন্য আওয়ামী লীগই ভাল ছিল

ট্রাইব্যুনালে নিঃশর্ত লিখিত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

স্থগিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ট্রাইব্যুনালের কাছে হাসিনার আইনজীবী নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন