রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে ইসলামপুরে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১মে) উপজেলা বিএনপি’র দুই গ্রুপ ও বিভিন্ন সংগঠনের কর্মজীবীরা পৃথক পৃথকভাবে পুরো শহর জুড়ে শোভাযাত্রা আনন্দ উল্লাস করেন।
ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু নেতৃত্বে ইসলামপুর অডিটরিয়াম থেকে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম মমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম সহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আবীর আহম্মেদ বিপুল মাষ্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হেসেন লোমান,পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী,সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুলসহ আরো অনেকে।
অপরদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ করে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম,জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা পরিবেশ ও শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম প্রমুখ।
এসময় শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে বর্তমান সরকার প্রধানের দৃষ্টি কামনা করেন।