রোকনুজ্জামান সবুজ জামালপুর ঃ
জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সুমন মিয়া জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। জনসম্পৃক্ত এবং পুলিশ কর্মকান্ডের বিধি অনুযায়ি বাৎসরিক কর্মমুল্যায়নে তিনি শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন। সোমবার জেলা পুলিশ সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) শ্রেষ্ঠ অফিসার হিসেবে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়াকে পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছিরউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুসুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী সাদিকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জগণ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০