ফাহিম রহমান, কক্সবাজার :
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
আজ ১২ অক্টোবর চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন চেয়ারম্যান জুয়েল ।
মামলায় উল্লেখ করা হয়, কক্সবাজার পৌরসভার নির্বাচনী জনসভায় ২০২৩ সালের ৬ জুন রুমালিয়ারছরা এলাকায় প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের পক্ষে নৌকার জন্য ভোট কারচুপির ও ভোট ডাকাতি করেছেন বলে ইমরুল কায়েস চৌধুরী তার বক্তব্যে প্রকাশ করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এমন তথ্য মিথ্যা বলে মামলায় আরো উল্লেখ করা হয়, ২০১৯ সালে ইবিএম পদ্ধতিতে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে কায়সারুল হক জুয়েল কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এতে কোনো প্রকার ভোট কারচুপি ও ভোট ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। এমন মিথ্যা বক্তব্য দিয়ে ইমরুল কায়েস চৌধুরী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের মানহানি করেছে বলে উল্লেখ করেন মামলায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০