বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে সামাজিক সংগঠন “আলোকিত সমাজ”-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) টোক ইউনিয়নের এক মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে সংগঠনের সভাপতি মু. দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন, এবং সঞ্চালনায় ছিলেন মো. নাজমুল হক।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি ও আলোকিত সমাজের সাবেক সভাপতি মু. খাইরুল আনাম, সাবেক সভাপতি মহসিন কবির ও মহসিন মোল্লাহ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি জিয়াউর রহমান ও সেক্রেটারি রিয়াজ উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সংগঠনের উপদেষ্টা আখতার হোসাইন ও দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মু. খাইরুল আনাম বলেন, “আলোকিত সমাজ দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। সমাজের সকল শ্রেণির মানুষকে একত্রিত করে সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। রমজানের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। আমাদের উচিত এই শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা।”
তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে তাদের সচেতন করতে হবে। আলোকিত সমাজ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও সামাজিক ঐক্যের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০