নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের আলীকদমের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউনুছ মিয়ার নামে আলীকদম থানায় প্রাণির স্বাস্থ্য সনদ জালের একটি মামলা হয়েছিল। জিআর-৩০৬ মামলাটি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বান্দরবান চীফ জুড়িসিয়াল আদালতে উপস্থাপন হয়। এ দিন মামলার বিবাদী ইউনুছ মিয়ার কৌসুলিগন জামিন আবেদন করলে, চীফ জুড়িসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক নাজমুল হোছাইন অস্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন। মোঃ ইউনুছ মিয়ার আইনজীবী মোঃ রবিয়ল উদ্দিন ও শামচুর রহমান জানান, " বিজ্ঞ আদালত উক্ত মামলায় আমাদের মক্কেল মোঃ ইউনুছ মিয়ার অস্থায়ী জামিন মঞ্জুর করেন। মামলার বাদীকে ও আলীকদম উপজেলার নির্বাহী অফিসারকে আগামী ধার্য্য তারিখে শুনানীর দিন স্ব শরীলে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এ দিকে ইউনুছ মিয়ার জামিনের সংবাদে তার সমর্থক, স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন। ইউনুছ মিয়ার শুভাকাঙ্ক্ষীরা জানায়, ইউনুছ মিয়া সমাজের একজন দানবীর, রাজনৈতিক নেতা। তার সুখ্যাতি নষ্ট করার জন্য একটি মহল মিথ্যা ঘটনা বানিয়ে তাকে মামলায় জড়ান। উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা পারভেজকে বাধ্য করানো হয়েছে ওই মামলা করতে। মোঃ ইউনুছ মিয়া তার মুঠো ফোনে জানান, "আমি রাজনীতি করি, ব্যবসা করি। আমার বাবা মরহুম আলহাজ্ব খুইল্লা মিয়া চেয়ারম্যান একজন সমাজ সেবক দানবীর ছিলেন। আমিও বাবার পদাঙ্ক অনুস্মরণ করে মানুষের সেবা করছি। বৈধ পথে ব্যবসা করে টাকা উপার্জন করি এবং দিন দু:খি মানুষের কল্যানে কাজ করি। বর্তমানে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে গায়েল করার জন্য এই জিআর মামলাটি করানো হয়।" ইউনুছ মিয়া আরো জানান, সে স্থানীয় হাঠ থেকে গরু ক্রয় করে অন্যত্র বিক্রি করে। স্থানীয় বাজারে গরু আসে। সেটা কোথেকে কিভাবে আসলো, তা আমাদের মাথা ব্যথা নেই।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০