উখিয়া প্রতিনিধি :
আমীরে জামায়াত জননন্দিত জননেতা ডা:শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে উখিয়া উপজেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় আমীরে জামায়াত জননন্দিত জননেতা ডা:শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক অধ্যক্ষ নুর হোছাইন ছিদ্দিকী। উপজেলা নায়েবে আমীর সাংবাদিক নুরুল হক, এসিসট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম,বায়তুলমাল সেক্রেটারি মনসুর আলম, উপজেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক জিশান, হলদিয়া পালং ইউনিয়ন আমীর হাফেজ আবুল হোছাইন, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোম্মান, জালিয়া পালং ইউনিয়ন আমীর মাওলানা হোছাইন আহমদ রত্না পালং ইউনিয়ন সভাপতি মাষ্টার মোহাম্মদ, ছাত্রশিবির সভাপতি ওসমান সরওয়া সহ নেতৃবৃন্দ।
সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমীর বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান আগামী ৮ই ফেব্রুয়ারিতে রোজ শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে কক্সবাজার জেলা জামায়াতের বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত আমীরে জামায়াতের আগমনকে সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা বিস্তারিত প্রস্তুতির পরিকল্পনা গ্রহণ করেন।