মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তির ফল প্রকাশ হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ফল প্রকাশ করা হয়। এতে প্রথম গ্রেডে ২০ জন এবং দ্বিতীয় গ্রেডে ৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা৷ স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো চিফ ও আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেধাবৃত্তির প্রধান সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক আশিষ কুমার চক্রবর্তী, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর মজুমদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।