
মো আইয়ুব ভূইয়া, রাঙ্গামাটিঃ
বাংলাদেশে করোনা পরিস্থিতির ১ মাস ২৮ দিনের মাথায় বুধবার (৬ মে) দেশের একমাত্র করোনামুক্ত জেলা রাঙামাটিতে প্রথমবারের মতো চারজন করোনা রোগী সনাক্ত হয়েছে। বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
রাঙ্গামাটির মানুষ খুব আতঙ্কের মধ্যে পড়ে যায়। দেশের একমাত্র করোনা মুক্ত জেলাটিও করোনায় আক্রান্ত হলো বলে।
রাঙ্গামাটিকে করোনা সনাক্ত হওয়ার পর আবার খাগড়াছড়িতে করোনা সনাক্তরোগির ২য় টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে। অথাৎ করোনা সনাক্ত হওয়ার পরও করোনামুক্ত জেলা হিসেবে নিজের অবস্থানে ফিরে যায় খাগড়াছড়ি।
রাঙ্গামাটি প্রশাসন ২য় বার টেস্ট করার জন্য ওই ৪জনের স্যাম্পল পাঠায়।
আজ ১০মে করোনা আক্রান্ত নার্স ও ৫০ বছর বয়সী শ্রমিকের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এই বিষয়টি রাঙ্গামাটিবাসীর মনে আশা জাগিয়েছে। এখন বাকি রয়েছে আর দুইজনের রিপোর্ট। সবাই আশা করছে বাকি রিপোর্টও নেগেটিভ আসবে।
আসলে কি বাকি দুইটি রিপোর্ট নেগেটিভ আসবে? আসলে কি রাঙ্গামাটি করোনামুক্ত জেলা হিসেবে ঘোষনা পাবে?
এই প্রশ্নের উত্তরপেতে হলে হলে আমাদের অপেক্ষাকরতে হবে বাকি রিপোর্ট আশা পর্যন্ত। তাহলে বুঝতে পারবো আসলে কি
রাঙ্গামাটি আবারো করোনা মুক্ত হচ্ছে কিনা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০