স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ :
২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করার লক্ষে ৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম খান,সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা,সুনামগঞ্জ সদর ইউএনও সালমা পারভীন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ,নুরুল মোমেন ,রইছ উদ্দিন আহমেদ,সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, পিডিবির নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার প্রমুখ।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়েই উদযাপন করার লক্ষে সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও কয়েকটি উপ কমিটির মাধ্যমে প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত হয়।