মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
"সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-
২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বর হইতে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক সোহেল তালুকদার, হোসাইন আহমদ, নাজির মোঃ আবু বকর সিদ্দিক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০