রফিকুল ইসলাম জসিম |
দক্ষিণ কমলগঞ্জের উচ্চশিক্ষা বিস্তারে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। যুক্তরাজ্যপ্রবাসী আদমপুরবাসীদের সংগঠন ‘আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে’-এর উদ্যোগে আদমপুর, ইসলামপুর ও মাধবপুর—এই তিনটি ইউনিয়নের জন্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে “আদমপুর ইউনাইটেড কলেজ (Adampur United College – AUC)”।
২০২৫ সালের ৮ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক ঘোষণা দেওয়া হয়। এরপর ২৪ জুন গঠিত হয় বাংলাদেশ কমিটির ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি।
কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক: মো: আব্দুল আহাদ,যুগ্ম আহ্বায়ক: মো: আব্দুল আহাদ ফারুক,
সদস্যবৃন্দ: কর্নেল (অব.) সালেহ আহমদ, এ কে এম আব্দুস সালাম, মো: মুজাহিদুল ইসলাম, পদ্ম মোহন সিংহ, মো: আনোয়ার হোসেন, মো: আব্দুল গফফার, অঞ্জু দেবী, মো: সাদ উদ্দিন আহমদ,সদস্য সচিব: মো: রাহেল মিয়া।
আদমপুর হেল্পিং হ্যান্ড যুক্তরাজ্যের উদ্যোগে কলেজ প্রতিষ্ঠা বাস্তবায়নের লক্ষ্যে আহ্বায়ক মোঃ সেলিম মিয়া এবং সদস্য সচিব প্রকৌশলী মোঃ সাইফুর রহমানসহ মোট ১১ সদস্য বিশিষ্ট একটি কলেজ বাস্তবায়ন কমিটি, ফান্ড রাইজি কমিটি গঠন করা হয়েছে। উক্ত বাস্তবায়ন কমিটি এবং আদমপুর হেল্পিং হ্যান্ড যুক্তরাজ্যের সম্মিলিত মতামতের ভিত্তিতেই বাংলাদেশ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।
আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে-এর সদস্যরা ও বাংলাদেশ কমিটি সম্মিলিতভাবে পরিকল্পনা,অর্থায়ন ও দিকনির্দেশনা দিয়ে কলেজ প্রকল্পটি এগিয়ে নিচ্ছেন। হকতিয়ারখোলা রোডে এক একর জমি ইতিমধ্যে নির্ধারিত হয়েছে, যা তিনটি ইউনিয়নের জন্য সহজগম্য ও নিরাপদ।
আহ্বায়ক মো: আব্দুল আহাদ বলেন, “এই কলেজ আমাদের সন্তানদের জন্য একটি ভবিষ্যতের আলো হয়ে উঠবে। সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।” যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ ফারুক বলেন, “দক্ষিণ কমলগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সীমিত। তাই এই কলেজ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সদস্য সচিব মো: রাহেল মিয়া জানান, “স্থানীয়ভাবে উচ্চশিক্ষার সুযোগ বাড়লে শিক্ষার্থীরা ঝরে পড়া থেকে রক্ষা পাবে, বিশেষ করে মেয়েরা।”
এই অঞ্চলে বাঙালি মুসলিম ও হিন্দু ছাড়াও রয়েছে মণিপুরী (পাঙাল, মীতৈ, বিষ্ণুপ্রিয়া) ও চা-শ্রমিক জনগোষ্ঠী (সাঁওতাল, মুণ্ডা, খারিয়া, উরাঁও)। শিক্ষা ও উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা এই গোষ্ঠীগুলোর জন্য একটি মানসম্মত কলেজ বাস্তবিক অর্থেই যুগান্তকারী হবে।
এখনো পর্যন্ত এখানকার শিক্ষার্থীদের শ্রীমঙ্গল, মৌলভীবাজার বা সিলেট শহরে গিয়ে পড়াশোনা করতে হয়। আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে বহু শিক্ষার্থী উচ্চমাধ্যমিক বা স্নাতক পর্যন্ত পৌঁছাতে পারে না।
এই কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক সংহতির কেন্দ্র হয়ে উঠবে। প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং স্থানীয়দের স্বপ্নের সমন্বয়ে আদমপুর ইউনাইটেড কলেজ দক্ষিণ কমলগঞ্জের শিক্ষাবিপ্লবের প্রথম ধাপ হয়ে উঠতে পারে।