ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আদমপুর ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠার ঘোষণা: গঠিত হলো আহ্বায়ক কমিটি

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
২৫ জুলাই ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম |

দক্ষিণ কমলগঞ্জের উচ্চশিক্ষা বিস্তারে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। যুক্তরাজ্যপ্রবাসী আদমপুরবাসীদের সংগঠন ‘আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে’-এর উদ্যোগে আদমপুর, ইসলামপুর ও মাধবপুর—এই তিনটি ইউনিয়নের জন্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে “আদমপুর ইউনাইটেড কলেজ (Adampur United College – AUC)”।

২০২৫ সালের ৮ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডনে রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক ঘোষণা দেওয়া হয়। এরপর ২৪ জুন গঠিত হয় বাংলাদেশ কমিটির ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি।

কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক: মো: আব্দুল আহাদ,যুগ্ম আহ্বায়ক: মো: আব্দুল আহাদ ফারুক,
সদস্যবৃন্দ: কর্নেল (অব.) সালেহ আহমদ, এ কে এম আব্দুস সালাম, মো: মুজাহিদুল ইসলাম, পদ্ম মোহন সিংহ, মো: আনোয়ার হোসেন, মো: আব্দুল গফফার, অঞ্জু দেবী, মো: সাদ উদ্দিন আহমদ,সদস্য সচিব: মো: রাহেল মিয়া।

আদমপুর হেল্পিং হ্যান্ড যুক্তরাজ্যের উদ্যোগে কলেজ প্রতিষ্ঠা বাস্তবায়নের লক্ষ্যে আহ্বায়ক মোঃ সেলিম মিয়া এবং সদস্য সচিব প্রকৌশলী মোঃ সাইফুর রহমানসহ মোট ১১ সদস্য বিশিষ্ট একটি কলেজ বাস্তবায়ন কমিটি, ফান্ড রাইজি কমিটি গঠন করা হয়েছে। উক্ত বাস্তবায়ন কমিটি এবং আদমপুর হেল্পিং হ্যান্ড যুক্তরাজ্যের সম্মিলিত মতামতের ভিত্তিতেই বাংলাদেশ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

আদমপুর হেল্পিং হ্যান্ড ইউকে-এর সদস্যরা ও বাংলাদেশ কমিটি সম্মিলিতভাবে পরিকল্পনা,অর্থায়ন ও দিকনির্দেশনা দিয়ে কলেজ প্রকল্পটি এগিয়ে নিচ্ছেন। হকতিয়ারখোলা রোডে এক একর জমি ইতিমধ্যে নির্ধারিত হয়েছে, যা তিনটি ইউনিয়নের জন্য সহজগম্য ও নিরাপদ।

আহ্বায়ক মো: আব্দুল আহাদ বলেন, “এই কলেজ আমাদের সন্তানদের জন্য একটি ভবিষ্যতের আলো হয়ে উঠবে। সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।” যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ ফারুক বলেন, “দক্ষিণ কমলগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সীমিত। তাই এই কলেজ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সদস্য সচিব মো: রাহেল মিয়া জানান, “স্থানীয়ভাবে উচ্চশিক্ষার সুযোগ বাড়লে শিক্ষার্থীরা ঝরে পড়া থেকে রক্ষা পাবে, বিশেষ করে মেয়েরা।”

এই অঞ্চলে বাঙালি মুসলিম ও হিন্দু ছাড়াও রয়েছে মণিপুরী (পাঙাল, মীতৈ, বিষ্ণুপ্রিয়া) ও চা-শ্রমিক জনগোষ্ঠী (সাঁওতাল, মুণ্ডা, খারিয়া, উরাঁও)। শিক্ষা ও উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা এই গোষ্ঠীগুলোর জন্য একটি মানসম্মত কলেজ বাস্তবিক অর্থেই যুগান্তকারী হবে।

এখনো পর্যন্ত এখানকার শিক্ষার্থীদের শ্রীমঙ্গল, মৌলভীবাজার বা সিলেট শহরে গিয়ে পড়াশোনা করতে হয়। আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে বহু শিক্ষার্থী উচ্চমাধ্যমিক বা স্নাতক পর্যন্ত পৌঁছাতে পারে না।

এই কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক সংহতির কেন্দ্র হয়ে উঠবে। প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং স্থানীয়দের স্বপ্নের সমন্বয়ে আদমপুর ইউনাইটেড কলেজ দক্ষিণ কমলগঞ্জের শিক্ষাবিপ্লবের প্রথম ধাপ হয়ে উঠতে পারে।

1,130 Views

আরও পড়ুন

নাকুগাঁও সীমান্তে শিশুসহ ২১রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

জামাতে ২০০ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে শাহিন মিয়া নামে এক যুবক আটক,বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর প্রথম ভর্তি পরীক্ষা আগামী ২২-২৩শে আগস্ট!

শেখ হাসিনা আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে ——–সুনামগঞ্জে নাহিদ ইসলাম

আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী আনু সালাম গ্রেফতার

মধ্যনগরে ভারতীয় থান কাপড়সহ কোটি টাকার মালামাল আটক

কক্সবাজারে র‍্যাবের হাতে ভূয়া সাংবাদিক আটক

রায়পুর পৌরসভা কার্যালয়ের ফেসবুক পেজে এখনও রয়েছে দলীয় সাবেক মেয়রের ভিডিও, প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে!

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মদের চালানসহ মাদক কারবারি আটক

নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগে বাস আটক করল ইডেন কলেজ শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত