মো: মোমিন খান, স্টাফ রিপোর্টার (বগুড়া) ঃ
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে চেক প্রত্যাখ্যান মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী আদমদীঘি উপজেলার বিনসাড়া গ্রামের মকলেছার রমহানের স্ত্রী আছমা বেগম, আদালতের ওয়ারেন্টমুলে উপজেলার জিনইর গ্রামের আহম্মেদ আলীর ছেলে এনামুল হক, কোমর উদ্দিনের ছেলে রমজান আলী ও মারপিট মামলায় চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের আতোয়ার রহমানের মেয়ে মোসলেমা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০