মো: মোমিন খান, স্টাফ রিপোর্টার (বগুড়া) ঃ
বগুড়ার আদমদীঘিতে বিদুৎস্পর্শে আহত এমরান হোসেন নামের এক বিদুৎশ্রমিকের পরিবারকে আর্র্থিক সহযোগিতা করা হয়েছে।
গতকাল বুধবার (৩ এপ্রিল) দুপুরে সাদিক এগ্রো ইন্ডাষ্ট্রিজ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান সাজু আহমেদ আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামে আহত এমরান হোসেনের বাড়িতে গিয়ে তার পরিবারের নিকট আর্থিক সহযোগিতা ও তার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার কারিগরি কলেজের সিনিয়র প্রভাষক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারমান পদ প্রার্থী তোফায়েল হোসেন লিটন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, কায়েম প্রামানিক, স্বপন হোসেন, বাপ্পি হোসেন প্রমুখ।
উল্লেখ্য ঃ আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে এমরান হোসেন গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি বৈদ্যুতিক কাজ করে জীবিকা নির্বাহ করতো। গত ১২ মার্চ সে ছাতনি এলাকার একটি বাড়িতে কাজ করার সময় বিদুৎ স্পর্শে গুরুতর আহত হয়ে রাজশাহি হাসপাতালে চিকিৎসাধিত রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা ব্যহত হওয়ায় সাদিক এগ্রো ইন্ডাষ্ট্রিজ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান সাজু আহমেদ তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০