
মো: মোমিন খাঁন, স্টাফ রিপোর্টার (বগুড়া) :
বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি শাহনাজ পারভীন (৪৫) কে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় তার বাড়িতে অভিযান চালিয়ে ৫ পিস ট্যাপেন্টাডলসহ আটকরে পর তাকে এই দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। শাহনাজ পারভীন আদমদীঘি উপজেলার ডালম্বা বস্তিপাড়ার জাকির হোসেনের স্ত্রী।
আদালত সূত্র জানায়, নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদারে নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর সদস্যরা মাদক বিরোধী অভিযানে শাহনাজ পারভীনকে ভ্রাম্যমান আদালত তাকে দন্ডাদেশ প্রদাণ করেন। এর কয়েক দিন পূর্বে তার মেয়ে হীরামনিকে মাদক বিক্রির দায়ে কারাদন্ড দিয়েছিলেন ভ্রাম্যমান আদালত।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০