মোঃ মোমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
হাটবাজারে মনিটরিং থাকায় কয়েক দিন পেঁয়াজের দাম কিছুটা কমলেও গতকাল সোমবর হাটবাজার গুলোতে আবারও পোঁজের দাম আগের মতো ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক শ্রেনির ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে বলে ক্রেতা সাধারনের অভিযোগ। বগুড়ার আদমদীঘির বিভিন্ন হাটবাজারে গত সপ্তাহে হঠাৎ করে ২৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হলে উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে ভোক্তাসংরক্ষন অধিদপ্তর হাটবাজার গুলোতে মনিটরিং ও অভিযান শুরু করেন। অভিযানে কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ীর জরিমানা করার পর বাজার গুলোতে পেঁয়াজ বিক্রি করা হয় ১৮০ টাকা থেকে ১৯০ টাকা বিক্রি করে ব্যবসায়ীরা। বর্তমান হাটবাজার গুলোতে মনিটরিং শিথিল হওয়ায় আবারও আগের মতো পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যবসায়ীরা গতকাল সোমবার ২৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে। এতে ক্রেতা সাধারণ হতাশ হয়ে পড়েছেন। উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বিষয়টি দেখা হচ্ছে বলে সাংবাদিকদের জানান।