ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী’র সংক্ষীপ্ত জীবন বৃত্তান্ত

প্রতিবেদক
নিউজ ভিশন
২৩ মে ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নামঃ মুহাম্মদ আবদুল হাই নদভী।
পিতার নামঃ আল্লামা শাহ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রহ.)।
মাতার নামঃ মুহতারামা মনছুরাহ বেগম।
ভাই-বোন১) জাকেরা বেগম।
২) তাহের বেগম।
৩) রাজিয়া বেগম।
৪) রাবিয়া বেগম।
৫) রহিমা বেগম।
৬) শহীদ হাফেজ মুহাম্মদ আবদুর রহীম (১৯৮৭)।
৭) মুহাম্মদ আবদুল কাইয়ুম।

জন্মঃ ১৯৭০ ইং

স্থায়ী ঠিকানাঃ
শাহ্ মনযিল, গ্রাম-মিয়াজিপাড়া,
ডাকঘর- সেনেরহাট, ইউনিয়ন-বড়হাতিয়া,
উপজেলা- লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।

বর্তমান ঠিকানাঃ
বায়তুশ শরফ কমপ্লেক্স, জিলানী মার্কেট, ধনিয়ালাপাড়া, ডি, টি রোড, চট্টগ্রাম-৪১০০

শিক্ষাজীবনঃ
(১) প্রথমিক কুরআন শিক্ষা, (নিজ গ্রামের মকতব)
(২) সেনের হাট প্রাথমিক বিদ্যালয়। (প্রাথমিক শিক্ষা)
(৩) চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসা। (পঞ্চম শ্রেণী পর্যন্ত)
(৪) ইবতেদায়ী কুমিরাঘোনা আখতরুল উলূম মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম।
(৫) দাখিল- বড়হাতিয়া এশাআতুল উলূম মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম ১৯৮৩ সাল।
(৬) আলিম- চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম ১৯৮৫ সাল।
(৭) ফাযিল- চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম,১৯৮৮সাল।
(৮) কামিল- চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম,১৯৯০ সাল।

উচ্চ শিক্ষালাভঃ
(৯) আশ শরিয়াতুল ইসলামীয়া এন্ড উসূলুদ দ্বীন, নদওয়াতুল উলামা ইউনিভার্সিটি, লখনৌ, ভারত।
(১০) বি.এ (অনার্স) লখনৌ ইউনিভার্সিটি, উত্তর প্রদেশ, ভারত।
(১১) এম ফিল (গবেষণা হাদিস তত্ত), আলীগড় ইউনিভার্সিটি, ভারত।

ছহীহ বোখারী সনদপ্রাপ্তঃ আল্লামা সৈয়দ আবুল হাসান আলী হাসানী নদভী (রাহ.)
বিশ্ববিখ্যাত ইসলামি চিন্তাবিদ, ভারত।

জ্ঞাত ভাষাঃ বাংলা, আরবী, উর্দূ, ফার্সী, হিন্দী, (ইংরেজী)

দেশ ভ্রমণঃ ভারত, সৌদি আরব, জর্দান, ইরাক, ফিলিস্তিন ও মায়ানমার।
প্রকাশনাঃ সম্পাদিত / রচিত / লিখিত / অনূদিত

গ্রন্থসংখ্যা, ১৯৯৩-২০১৫ পর্যন্ত ১৫০টি

প্রকাশনায়ঃ ১৯৯৮-২০১৫ পর্যন্ত গ্রন্থসংখ্যা- ৫০ টি
এ্যাওয়ার্ড প্রাপ্ত

(ক)
২রা নভেম্বর ২০০৩ সালে শিক্ষা ও গবেষনায় বিশেষ অবদান রাখায় “মাওলানা মরিুজ্জামান ইসলামাবাদী গবেষনা পরিষদ” কর্তৃক স্বর্ণ পদকে ভূষিত করা হয়।

(খ)
১২ ই আগষ্ট ২০০৭ সালে শিশু উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় শিশু উন্নয়ন ও মানবাধিকার ফোরাম কর্তৃক এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

(গ)
৯ই নভেম্বর ২০০৭ সালে “সাহিত্যিক আবুল ফজল ফাউন্ডেশন” কর্তৃক শিক্ষা ও সাংস্কৃতির উপর বিশেষ অবদান রাখায় এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

(ঘ)
২১ আগষ্ট ২০০৯ সালে “মদিনা ইসলামী মিশন বাংলাদেশ” কর্তৃক আদর্শ লেখক হিসেবে যথাযথ ভূমিকা রাখায় এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

(ঙ)
২৭ এপ্রিল ২০১২ সাল “জাগৃতি লেখক ফোরাম” কর্তৃক গুণীজন হিসেবে এ্যাওয়ার্ড ও সম্মননা প্রদান
করা হয়।
(চ)
৯ এপ্রিল ২০১৫ সাল কক্সবাজার, কুতুবদিয়া দারুল হিকমা কর্তৃক সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বর্তমানে যে সমস্ত দায়িত্বে রত আছেন।

১। কেন্দ্রীয় সদস্য- ১৯৯৩-
বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ।

২। চেয়ারম্যান – ১৯৯৮-
আল্লামা শাহ আবদুল জব্বার ফাউন্ডেশন।

৩। চেয়ারম্যান -২০১০-
আল্লামা শাহ আবদুল জব্বার পাবলিক লাইব্রেরী।

৪। প্রধান উপদেষ্টা – ২০১০
শাহ আবদুল জব্বার সমাজ কল্যাণ পরিষদ।

৫। কেন্দ্রীয় সদস্য- ১৯৯৯-
আহলুস সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ।

৬। সিনিয়র শিক্ষক- ১৯৯৩ থেকে, বায়তুশ শরফ আদর্শ কামিল (এম,এ) মাদ্রাসা, চট্টগ্রাম।

৭। সহ সভাপতি – ১৯৯৮
শাহ্ জব্বারিয়া হাসপাতাল, লোহাগাড়া, চট্টগ্রাম।

৮। সভাপতি – ১৯৯৮-
তা’লীমুল কোরআন মাদ্রাসা, লোহাগাড়া, চট্টগ্রাম।

৯। চেয়ারম্যান – ১৯৯৯-
আল মদীনা ফাউন্ডেশন, চট্টগ্রাম।

১০। প্রতিষ্ঠাতা – ১৯৯৮-
শাহ আবদুল জব্বার আশ শরফ একাডেমী (প্রকাশনা প্রতিষ্ঠান)

১১। সহ- সম্পাদক – ১৯৯৩-
মাসিক দ্বীন দুনিয়া ও শিশু কিশোর দ্বীন দুনিয়া, বায়তুশ শরফ, চট্টগ্রাম।

১২। পরিচালক – ১৯৯৮-
বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান।

১৩। সদস্য – ১৯৯৮
উত্তরণ সমবায় সমিতি কক্সবাজার।

১৪। সভাপতি – ১৯৯৮ –
শাহ্ জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম।

১৫। মেম্বার -২০০০ –
ইন্টারন্যাশনাল ইসলামিক ল্যংগুয়েজ অর্গানাইজেশন, বাংলাদেশ ব্যুরো।

১৬। সদস্য – ২০০০-
বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলূম (বালক/বালিকা) মাদ্রাসা।

১৭। সভাপতি – ১৯৯৩ –
মিয়াজিপাড়া মসজিদ বায়তুশ শরফ, লোহাগাড়া, চট্টগ্রাম।

১৮। পরিচালক – ১৯৯৮ –
বায়তুশ শরফ ফাউন্ডেশন লিঃ (ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাতা প্রতিনিধি প্রতিষ্ঠান।)

১৯। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান -২০০০ –
শাহ্ আবদুল জব্বার ইন্টারন্যাশনাল একাডেমী (স্কুল এণ্ড কলেজ)
বালক / বালিকা, আবাসিক / অনাবাসিক, চট্টগ্রাম।

২০। সভাপতি – ১৯৯৭ –
বড়হাতিয়া সমাজ কল্যাণ পরিষদ, লোহাগাড়া, চট্টগ্রাম।

২১। কেন্দ্রীয় সভাপতি – ২০০১ –
আনজুমনে নওজোয়ান, চট্টগ্রাম। (রেজিষ্ট্রার্ড)
২২। সভাপতি – ২০০৮-
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ।

২৩। সদস্য –
শরিয়াহ সুপারভাইজারিং কমিটি, ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

২৪। সদস্য –
শরিয়াহ সুপারভাইজারিং কমিটি, মার্কেন্টাইল ইসলামি ইনস্যুরেন্স লিমিটেড।

২৫। সদস্য-
বায়তুশ শরফ শাহ জব্বারিয়া চক্ষু হাসপাতাল, কক্সবাজার।

২৬। সদস্য-
শাহ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ, কক্সবাজার।

২৭। সদস্য –
ডায়েবেটিক হাসপাতাল, চট্টগ্রাম।

২৮। পরিচালক-
ডিএম সি এল, ঢাকা।

২৯। সদস্য সচিব-
এফ. সি. আই. বি. ফাউন্ডেশন।

৩০। সভাপতি, বায়তুশ শরফ আখতারয়িা আর্দশ ফাযিল (স্নাতক) মাদরাসা,
৫ নংওর্য়াড সাতকানয়িা পৌরসভা, চট্টগ্রাম (এম.পি মহোদয় ও ই.আ.বি মনোনীত‌)।

কতিপয় যে সমস্ত প্রতিষ্ঠান ও সংগঠনের দায়িত্ব পালন করেছেনঃ

১। সভাপতি- ১৯৮০-৮২
আখতরুল উলূম মাদ্রাসা ছাত্র সংঘ।
২। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- ১৯৮৭-৮৮
বেঙ্গলী স্টুডেন্ট এসোসিয়েশন (ইন্ডিয়া)।
৩। কো-অর্ডিনেটর- ১৯৯৫-৯৬
কাল্ফ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শাখা।

মহান আল্লাহ শ্রদ্ধাভাজন হুজুরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণময় জীবন দান করুন।

লেখকঃ
মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন,
ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বায়তুশ শরফ আখতারিয়া আদর্শ ফাযিল (স্নাতক) মাদ্রাসা।
সাতকানিয়া, চট্টগ্রাম।
পিএইচডি গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

546 Views

আরও পড়ুন

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা পটিয়ায় বৃদ্ধ নিহত