আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)এর অধীন নওগাঁর পত্নীতলায় উপজেলা তথ্য আপা’র উদ্যোগে উঠান বৈঠকের মাধ্যমে কৃষি সেবা সমূহ ও কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারনা, নারীর ক্ষমতায়ন, অধিকার, আত্মকর্মসংস্থান, সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ, সরকারী বিভিন্ন অফিসের সেবা ও তথ্য কেন্দ্রের সেবা সম্পর্কে অবহিত করন সভা মঙ্গলবার ও সোমবার পৃথক পৃথক ভাবে উপজেলার দিবর ইউনিয়ন পরিষদ এবং বহিমাপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে করে দিন দিনই উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে তথ্য আপা’র উঠান বৈঠক কার্যক্রম।
মঙ্গলবার উপজেলার দিবর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে তথ্য সেবা কর্মকর্তা হাসি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সহকারী প্রোগ্রামার কুলসুম খাতুন, তথ্য সেবা সহকারী নুপুর বানু প্রমূখ।
এরআগে সোমবার উপজেলার দিবর ইউপির ৮নং ওয়ার্ডের বহিমাপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে তথ্য সেবা কর্মকর্তা হাসি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার মাঠ সংগঠক আমিনুল ইসলাম, তথ্য সেবা সহকারী নুপুর বানু প্রমূখ।
বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামের নারীদের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করনে তথ্য আপার উঠান বৈঠকের ভূমিকা অপরিসীম এ উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তথ্য আপার উঠান বৈঠক। এর ফলে উপজেলার বিভিন্ন গ্রামের সাধারন নারীরা তাদের ক্ষমতায়ন, অধিকার, আত্মকর্মসংস্থান, সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ, কৃষি সেবা সমূহ ও কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারনা, সরকারী বিভিন্ন অফিসের সেবা ও তথ্য কেন্দ্রের সেবা সম্পর্কে অবগত হওয়া সহ নানা বিষয়ে জ্ঞান আহরন করতে পারছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০