স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। গত ২৮/০৪/২০২১ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সাইদুল হাসান সেলিমকে সভাপতি ও মোঃ আব্দুল খালেককে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
গতকাল প্রকাশ করা কমিটিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপুর্ণ পদে রয়েছেন। সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, তাহিরপুর উপজেলার তাহিরপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছির আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, সদর উপজেলার রঙ্গারচর হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর খান, যুগ্ম-আইন বিষয়ক সম্পাদক পদে ছাতক উপজেলার এল পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আশিকুর রহমান,
যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক পদে দিরাই উপজেলার সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, ক্রীড়া সম্পাদক পদে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট চুনা পাথর খনি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুনামগঞ্জ সদর উপজেলা মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (আইসিটি) মোঃ উস্তার আলী, নির্বাহি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন,সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু খালেদ,
তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়, ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কালীপদ দাস।