বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালী পৌরসদরস্থ গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ।
প্রধান শিক্ষক নজির আহমদের স্বাগত বক্তব্যে এবং শিক্ষক মৃত্যুঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সহসভাপতি মো. ইসমাইল চৌধুরী, মো. সায়েম উদ্দিন টিটু, সদস্য মো. বাহাদুর আলম, দক্ষিণ কড়লডেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক উত্তম তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ওসমান, রোজী আকতার, সুচিত্রা বৈদ্য, তাপসী চৌধুরী, রাশেদা আকতার, ফারজানা হক সাথী, সুমনা চৌধুরী, সুমনা বড়ুয়া, প্রিয়াংকা দেব, শাহনাজ বেগম প্রমুখ।